Connecting You with the Truth

বগুড়ায় গনধর্ষনের শিকার কলেজ ছাত্রী ; গ্রেফতার-২

rape-gonodhorsonইমরান হোসেন, বগুড়া: বগুড়ায় গনধর্ষনের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ । শনিবার রাতে উপজেলার নিশ্চিন্তপুর থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃতরা হল উপজেলার ঢ়াকন্তা গ্রামের আবুল কালামের পুত্র ইজিবাইক চালক রাকিব (২৫) মেয়েটি বগুড়া গোসাইবাড়ি এলাকার একটি নাসিং ইনিস্টিটিউটের ছাত্রী (১৭)। থানার ওসি আলমগীর হোসেন জানান, গত শুক্রবার বগুড়া শহরের এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যায় মেয়েটি সেখানে কোন কারণে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং মেয়েটি সেদিনই সন্ধায় বাড়ি ফেরার উদ্যেশ্যে বনানী স্টান্ডে আসে । সেখানে মেয়েটিকে একা ঘোরাঘুির করতে দেখে চেন মাস্টার সহ ৫ জন মেয়েটিকে ফুসলিয়ে নিশ্চিন্তপুর দক্ষিন পাড়া এলাকায় মৃত তোজাম্মল হকের ছেলে বাদলের (২৮) ফাঁকা বাড়িতে নিয়ে ধষন করে একপযায়ে রাত ৩ টার দিকে মেয়েটি কৌশলে বাহিরে এসে চিৎকার দিলে স্থানিয় আশ পাশের লোক জন ছুটে আসে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। পুলিশের উপস্থীতি টের ধষকরা পালিয়ে যায়। পরে মেয়েটিকে নিয়ে পুলিশ বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে শনিবার রাতে ধষক মিন্টু ও রাকিবকে গ্র্রেফতার করে। অপর দিকে মেয়েটির মেডিকেল করানো হয়েছে। আজ রবিবার মেয়েটি বাদি হয়ে শাজাহানপুর থানায় ধষন মামলা দায়ের করেছেন।

Comments
Loading...