Connecting You with the Truth

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫২: ফেনীতেই সবচেয়ে বেশি প্রাণহানি

উজানের ঢল ও ভারী বৃষ্টির কারণে দেশের ১১টি জেলায় সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ফেনীতে, যেখানে ১৭ জনের মৃত্যু হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৫ লাখেরও বেশি মানুষ। ১১টি জেলায় ১০ লাখেরও বেশি পরিবার এখনো পানিবন্দি রয়েছে।

মৃতদের মধ্যে ৩৯ জন পুরুষ, ৭ জন শিশু এবং ৬ জন নারী। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ফেনীতে, এরপর কুমিল্লায় ১৪ জন, চট্টগ্রামে ৬ জন, নোয়াখালীতে ৮ জন, কক্সবাজারে ৩ জন এবং খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও মৌলভীবাজারে ১ জন করে মারা গেছে। মৌলভীবাজারে একজন নিখোঁজ রয়েছেন।

কে এম আলী রেজা বলেন, ২০ আগস্ট থেকে বন্যার শুরু, যা দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন জেলায়। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৪ হাজার ৪০৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ৫ লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে এবং চিকিৎসা সেবা দিতে ৫৯৫টি মেডিকেল টিম কাজ করছে।

Comments
Loading...