বরিশালে দ্বীমুখী পেট্রোল বোমায় ৬ বাসযাত্রী আহত
বরিশাল-পটুয়াখালি সড়কের খয়রাবাদ এলাকায় আবদুল্লাহ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ১ নারী অগ্নিদগ্ধ ও পাঁচ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১টার দিকে দপদপিয়ার খয়রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্য অগ্নিদগ্ধ রেশমা, হাফিজুর রহমান ও অজ্ঞাত পরিচয় ১ জনসহ তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির জানান, খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে বরিশাল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের যাত্রী পটুয়াখালির কুয়াকাটার বাসিন্দা মুক্তা বেগম জানান, বাসটি গত ওইদিন সন্ধ্যা ৬টায় ঢাকার সায়েদাবাদ থেকে যাত্রী নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা করে। পথে দপদপিয়ার ওই এলাকায় পৌঁছালে সড়কের দুই পাশ থেকে পেট্রোলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে মুহুর্তের মধ্যেই বাসটিতে আগুন লেগে যায়। পরে চালক সড়কের উপরেই গাড়িটি থামাতে বাধ্য হয়। এসময় সব যাত্রী বাসের জানালা ও দরজা দিয়ে নেমে পড়ে।