বাংলাদেশ সুপার লিগের অ্যাম্বাসেডর ম্যারাডোনা!
স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগেই বাংলাদেশ ফুটবলে চমক হয়ে এসেছিল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ বাংলাদেশ সুপার লিগের ঘোষণা। এবার আসল আরও বড় চমক। এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনা।
যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিংবা দেশি কোনো গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেনি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এই দাবি করে। তাদের ওয়েব সংস্করণে জানানো হয়, ‘বাংলাদেশ সুপার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দিয়েগো ম্যারাডোনা।’ আনন্দবাজার এটাও জানিয়েছে, ‘ভারতের আইএসএল-এর প্রায় গায়ে গায়েই হবে বিএসএল। আইএসএল চলে অক্টোবর থেকে ডিসেম্বর। বাংলাদেশ সুপার লিগ হবে নভেম্বর-ডিসেম্বরে ‘
ভারতের আইপিএলের দেখাদেখি ফুটবলে শুরু হয় আইএসএল। বাংলাদেশেও টি-টুয়েন্টির ধুমধারাক্কার জন্য শুরু হয় বিপিএল। এবার ফুটবলে শুরু হচ্ছে বাংলাদেশ সুপার লিগ (বিএসএল)। বিসিএল চলাকালীন বাংলাদেশে অবস্থান করে ম্যারাডোনা এ দেশের ফুটবলকে জনপ্রিয় করে তোলার চেষ্টা করবেন বলেও শোনা যাচ্ছে।
বিসিএলের পরিকল্পনার শুরু থেকেই শোনা যাচ্ছিল ম্যারাডোনাকেই করা হতে পারে এর শুভেচ্ছাদূত। গত বছর নভেম্বর-ডিসেম্বরেই জানানো হয়েছিল বিএসএল উপলক্ষে স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরও করে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার বিএসএলকে সামনে রেখে প্রকাশ করা হবে লোগো উম্মোচন। আগামী ২৮ ফেব্রুয়ারি সবার সামনে উন্মুক্ত করা হবে লোগোটি। এরপর থেকেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে যাবে।
বিএসএলের লোগো উন্মোচনের পরই ঘোষণা করা হবে কটা দল নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট, কারা কিনছেন ফ্রাঞ্চাইজি। শুধু তাই নয় আইএসএলকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে সাবেক কিন্তু বড় নামের পেছনে ছুটবে না বাংলাদেশ। ফুটবলার নেওয়া হবে ৩০-এর কোঠার মধ্যেই। একই সঙ্গে বিএসএল হাত বাড়াচ্ছে আইএসএল-এর দিকেও। আইএসএল-এ ভাল খেলা ফ্রি ফুটবলার, কোচদের দিকে নজর রয়েছে বাংলাদেশের নতুন এই লিগের।
আনন্দবাজার পত্রিকা লিখেছে, ‘সংগঠকদের মতে, বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে নতুন এই লিগ। পৌঁছে যাবে বিশ্ব ফুটবলের আঙিনায়। বাংলাদেশ থেকে এখনও পর্যন্ত একজনই আইএসএল খেলার সুযোগ পেয়েছিলেন। তিনি মামুনুল ইসলাম। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আইএসএল-এর প্রথম বছর ছিলেন আটলেটিকো কলকাতায়। যদিও সেভাবে খেলার সুযোগ পাননি। এবার বিএসএল-এ দাপিয়ে খেলার জন্য তৈরি বাংলাদেশের ফুটবলাররা। নিজেদের বিশ্বের দরবারে তুলে ধরার জন্য এটাই হবে মামুনুলদের সেরা মঞ্চ।