Connecting You with the Truth

বাংলাদেশের সামনে ৩০৩ রানের টার্গেট দিল ভারত

1426745948

স্পোর্টসডেস্ক: বিশ্বকাপের ২য় কোয়ার্টার ফাইনালের রোহিত শর্মার সেঞ্চুরিতে বাংলাদেশকে ৩০৩ রানের টার্গেট দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। জবাবে কিছুক্ষণ পর ব্যাটিংয়ে নামবে টাইগাররা।

মেলবোর্নে শুরু থেকেই রান তোলার দিকে ঝুঁকেন, ভারতীয় দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। এ দু’ওপেনারের ব্যাটে ভর করে বেশ ভালই এগোতে থাকে ভারত। কিন্তু, সময়ের ব্যবধানে ভয়ঙ্কর হবার আগে, বাংলাদেশ দলকে ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান। তার স্পিনে বোকা বনে মুশফিকের বুদ্ধিদীপ্ত দক্ষতায় স্ট্যাম্পিং হন শিখর ধাওয়ান। তিনি ফেরেন ৩০ রান করে।

এরপর, আলোচিত বিরাট কোহলি রুবেলের পেস আগুনে দগ্ধ হন। মাত্র ৩ রানে আউট হন কোহলি। দলীয় ৭৯ রানে ২ উইকেট হারানোর পর, কিছুটা সাবধানে খেলতে থাকে ভারত। তবে, আঘাত হানেন তরুণ পেসার তাসকিন আহমেদ। দলীয় ১১৫ রানে, ব্যক্তিগত ১৯ করে সাজঘরে ফেরেন আজিঙ্কা রাহানে।

এরপর, ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরি হাঁকান রোহিত শর্মা। আর ৩৫তম ফিফটি তুলে সুরেশ রায়না আউট হন ৬৫ রানে। রোহিত শর্মা মারমুখী ব্যাটিং ১৩৭ ও শেষের দিকে জাদেজার ২৩ রানে তিন’শ কোঠা পার হয় ভারত। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নেন তিন উইকেট।

 

Comments
Loading...