বাগদাদে আইএসের হামলায় নিহত ৯
অনলাইন ডেস্ক: ইরাকের বাগদাদে আইএসের গাড়ি বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার রাতে কারাদা জেলায় এই হামলা চালানো হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ও চিকিৎসকরা।
ইতোমধ্যে হামলার দায়ভার স্বীকার করেছে ইসলামিক স্টেট।এক বিবৃতিতে তারা জানায়, শিয়া মুসলিমদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। রয়টার্স।