Connecting You with the Truth

বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থা ও বামনডাঙ্গা আইটি’র যৌথ উদ্যোগে হৃদরোগে আক্রান্ত শিলাকে আর্থিক সহায়তা প্রদান

বাপ্পী রাম রায়,
সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাস্থ বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থা ও বামনডাঙ্গা আইটি’র যৌথ উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় হৃদরোগে আক্রান্ত অসহায় শিশু শীলাকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।২২শে মার্চ (শুক্রবার) বিকাল ০৫ টায় বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার নিজস্ব কার্যালয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। শীলা রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৫নং বড় হযরতপুর ইউনিয়নের মাঝগ্রাম গ্রামের বাসিন্দা মোঃ ওয়ারেছ আলীর কন্যা। সে দীর্ঘদিন থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় জীবন-যাপন করছে। এসময় আর্থিক সহায়তা প্রদানপূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার সভাপতি শরিফুল ইসলাম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল আলম রেজা।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ শাহিন,১নং বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজমুল হুদা,বাংলাদেশ আওয়ামীলীগ বামনডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি সমেশ উদ্দিন বাবু, বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ,বামডাঙ্গা আইটি’র পরিচালক ইন্জিনিয়ার রেজাউল ইসলাম বাদল।

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,বামনডাঙ্গা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক  বাপ্পী রাম রায়, সহ-সভাপতি সজিব ইসলাম, প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম মিঠু, দপ্তর সম্পাদক মাসুদ রানা,কোষাধক্ষ্য জয়ন্ত কুমার,লাবীব,মাসুদ,লাবণ্য,আবীদ,আশিকুর,তাপস,পাপ্পু প্রমুখ।

Comments
Loading...