বাস্তুহারা কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করল মার্কিন পুলিশ
লস অ্যাঞ্জেলেসে একজন গৃহহীন ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে মার্কিন পুলিশ। বর্বরোচিত এ ঘটনা ক্যামেরায় ধারণ করেছেন একজন পথচারী। অত্যন্ত পাশবিক এ ভিডিওতে দেখা যাচ্ছে, লস অ্যাঞ্জেলেসের স্কিড রো এলাকায় কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গে বাদানুবাদের এক পর্যায়ে তার শরীরে অস্ত্র ঠেকিয়ে গুলি করে মার্কিন পুলিশ। নিরাপত্তা বাহিনী দাবি করেছে, বাস্তুহারা ব্যক্তিটি একজন পুলিশের কাছ থেকে তার অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তাকে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত ব্যক্তিকে স্কিড রো এলাকায় সবাই ‘আফ্রিকা’ বলে ডাকতো এবং মানসিক রোগের চিকিৎসা করাতে গিয়ে সে সর্বস্বান্ত হয়ে যায়। লস অ্যাঞ্জেলেস শহরের স্কিড রো এলাকায় হাজার হাজার বাস্তুহারা মানুষ ফুটপাতে ঝুঁপড়ি তৈরি করে বসবাস করে। লস অ্যাঞ্জেলেস পুলিশ দাবি করেছে, তারা একটি ডাকাতির ঘটনার অভিযোগ পেয়ে সন্দেহভাজন ডাকাতকে ধরতে যায়। কিন্তু সন্দেহভাজন ব্যক্তি আত্মসমর্পণ না করে উল্টো পুলিশের ওপর হামলা চালায়। নগরীর পুলিশ প্রধান অ্যান্ড্রিউ স্মিথ বলেছেন, ঘটনাস্থল থেকে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি। আমেরিকার পুলিশের পক্ষ থেকে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ নাগরিকদের হত্যা করার ঘটনা এই প্রথম নয়। গত বছর এ ধরনের একাধিক ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ হয়েছিল।