Connecting You with the Truth

বিকাশ এজেন্টদের নির্বুদ্ধিতার কারণেই ছিনতাই

bdবিকাশ এজেন্টদের নির্বুদ্ধিতার কারণেই রাজধানীতে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটছে। পুলিশি নিরাপত্তা নেয় না বলে তারা ছিনতাইকারীদের টার্গেটের শিকার হন। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেট্টোপলিটন পুলিশ সদর দফতরে শাহজালাল ইসলামি ব্যাংকের দেয়া একটি গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।
মোটা অংকের টাকা বহন করার সময় বিকাশ এজেন্টরা পুলিশি নিরাপত্তা নিলে আর ছিনতাইয়ের ঘটনা ঘটবে না বলে তিনি জানান। তিনি বলেন, এর আগে বিভিন্ন সময় ব্যাংকে বা ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর গ্রাহকরা ছিনতাইকারীদের কবলে পড়েছেন। ব্যাংকের সিসি ক্যামেরের পাশাপাশি পুলিশি নিরাপত্তার কারণে বর্তমানে তা কমে এসেছে।
রমযানে যানজট প্রসঙ্গে তিনি বলেন, দুইটি সিটি কর্পোরেশনেই সড়ক উন্নয়নের কাজ চলছে। তাই যানজট হচ্ছে। তারপরও ইফতারির আগে বাণিজ্যিক এলাকার সড়কগুলোতে অতিরিক্ত ট্রাফিক-পুলিশ মোতায়েন করা থাকে। তারা যানজট নিরসনে আপ্রাণ চেষ্টা করে থাকে।

Comments
Loading...