Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিজিবি ও বিএসএফ যৌথ উদ্যোগে বোনাপোলে জয়েন্ট ব্যান্ড ডিসপ্লে অনুষ্ঠিত

benapole-pic

বেনাপোল সংবাদদাতা: বিজিবি ও বিএসএফ যৌথ উদ্যোগে সোমবার বিকালে অনুষ্ঠিত হয়েছে বেনাপোল চেকপোস্ট নোমান্সল্যান্ড এলাকায় জয়েন্ট ব্যান্ড ডিসপ্লে অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বিজিবির দক্ষিন পশ্চিমাঞ্চলীয় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খলিলুর রহমান ও বিএসএফ’র আই জি শ্রী অঞ্জন শাহা,দু’দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শিল্পীরা সংগীত ও নৃত্য প্রদর্শন করেন।
ভারত বাংলাদেশের শতশত দর্শক এ অনুষ্ঠান উপভোগ করেন।বিজিবির পক্ষে খুলনা সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন,কুষ্টিয়া বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মাহবুব,২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাংগীর হোসেন,আর আইবির কমান্ডার লে. কর্নেল খবির,২১ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্নেল আরিফুর রহমান,৩৮ বিজিবির সিও লে,কর্ণেল আরমান,রিজিয়ন ষ্টাফ অফিসার কর্ণেল অহিদুজ্জামান,লে,কর্ণেল মাকসুদ ও মেজর লিয়াকত হোসেন।বিএসএফ পক্ষে আরো ছিলেন ডিআইজি আরপিএস জেসওয়াল,৬৪ বিএসএফর কমান্ডিং অফিসার কর্নেল শ্রী মনোরঞ্জন,ও কর্নেল এসকে শর্মা।পরে বিজিবি ও বিএসএফ;র জাতীয় পতাকা নামানোর,যৌথ প্যারেড অনুষ্ঠান এর মধ্য দিয়ে শেষ হয় ব্যান্ড ডিসপ্লে অনুষ্ঠান। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.