Connecting You with the Truth

বুলগেরিয়া থেকে আসবে দুই লাখ ৭০ হাজার টিকা

ভারত ও জাপানের পর এবার বাংলাদেশকে করোনা ভাইরাসের টিকা উপহার দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশ বুলগেরিয়া। ইইউর সদস্যদেশটি বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা বাংলাদেশে পাঠাচ্ছে; যা আগামী সপ্তাহে বাংলাদেশে এসে পৌঁছানোর কথা।

বৃহস্পতিবার ( ৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানান।

রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী মুঠোফোনে বলেন, ‘বুলগেরিয়া অ্যাস্ট্রাজেনেকার যেসব টিকা কিনেছিল, তার একটা অংশ অব্যবহৃত থেকে যায়।

এটা জেনে বুলগেরিয়ার কাছে আমরা ওই টিকা থেকে বিক্রি বা উপহার পেতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাই। আমাদের অনুরোধে সাড়া দিয়ে বুলগেরিয়া ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা বাংলাদেশে পাঠাচ্ছে।’

বুলগেরিয়ায় সমদূরবর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী দাউদ আলী জানান, বুলগেরিয়া এর আগে দক্ষিণ এশিয়ার দেশ ভুটানকেও ওই টিকা উপহার হিসেবে দিয়েছিল।

Comments
Loading...