Connecting You with the Truth

বৃটেনের সন্ত্রাসী হামলার আশঙ্কায় দ্বিতীয় সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতার নির্দেশ

7ইরাক এবং সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে বৃটেনের স্বরাষ্ট্র মন্ত্রী সন্ত্রাসবাদী হামলার আশঙ্কায় দ্বিতীয় সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতার নির্দেশ দিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রী টেরেসা মে বলেন, ইরাক এবং সিরিয়ার পরিস্থিতির কারণে বৃটেনে সন্ত্রাসী হামলা হতে পারে বলে তারা আশংকা করছেন।

তবে তিনি বলেন, এমন কোন গোয়েন্দা তথ্য তাদের কাছে নেই।

বৃটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বৃটেনে সন্ত্রাসী হামলার এই আশঙ্কার কথা জানিয়েছেন শুক্রবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে।

মন্ত্রী টেরেসা মে বলেছেন, ইরাক এবং সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতেই তারা এরকম আশঙ্কা করছেন।

তিনি বলেন, এধরণের হামলায় বৃটেন এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে যারা ইরাক ও সিরিয়ায় লড়াই করতে গেছে, তাদের জড়িত থাকার আশঙ্কা আছে।

কেবল বৃটেন থেকেই অন্তত পাঁচশো মুসলিম তরুণ সিরিয়া এবং ইরাকে কথিত জিহাদে অংশ নিতে গেছে বলে ধারণা করা হয়।

বৃটিশ নিরাপত্তা সংস্থাগুলো ইতোমধ্যে এই জিহাদি বৃটিশ মুসলিম তরুণদের বড়ধরনের নিরাপত্তা হুমকি বলে গণ্য করছে।

এরা বৃটেনে ফিরে সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Comments
Loading...