Connecting You with the Truth

বেনাপোল চেকপোস্ট কাস্টমস এ সংঘর্ষের ঘটনায় ১২ জনের নামে মামলা

বেনাপোল সীমান্ত প্রতিনিধি:
বেনাপোল চেকপোস্টে কাস্টমস ও সি এন্ড এফ কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১২ জন সিএন্ডএফ কর্মচারীকে আসামি করে বুধবার রাতে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেছে কাস্টমস সিপাহী অপূর্ব কুশরী।
গত ২৪ মার্চ-’১৫ একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিএন্ডএফ এজেন্ট কর্মচারীদের সঙ্গে কাস্টমস কর্মচারীদের সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ৩ জন কাস্টমস সিপাহী ও ২ জন কর্মচারী আহত হয়। ঘটনার ৮ দিন পর কাস্টমস’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ১২ জনকে অভিযুক্ত করে বুধবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে সিএন্ডএফ কর্মচারীদের নামে মামলার ঘটনায় যে কোনো সময় বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments
Loading...