Connecting You with the Truth

বেনাপোলে বিজিবি ও সাংবাদিকদের বনভোজন

 বেনাপোল সীমান্ত, প্রতিনিধি:
গত শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বেনাপোল বিজিবি ক্যাম্প মাঠে আয়োজন করা হয় বনভোজন অনুষ্ঠান। আনন্দঘন পরিবেশে সাংবাদিক, বিজিবি ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিকালে পুরস্কার বিতরণী ও বনভোজন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিবির কমান্ডিং অফিসার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মেজর লিয়াকত হোসেন, বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন ও প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মহাসিন মিলন।
অনুষ্ঠানে যশোর ডিজিএফআই অধিনায়ক কর্নেল ইফতেখার আহম্মেদ, বিজিবির আরআইবির অধিনায়ক লে. কর্নেল মুজিবুল হক, বিজিবির ডাইরেক্টর অব লজিস্টিক লে. কর্নেল আব্দুল আজিজ, বিজিবির অপারেশনাল অফিসার লে. কর্নেল সহিদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেনাপোল প্রেস ক্লাবের ২৪ জন সাংবাদিকসহ তাদের পরিবার অংশগ্রহণ করেন। পরে বিকালে বেনাপোল চেকপোস্ট বিজিবি ও বিএসএফ এর রিট্রেট শ্রীমনি উপভোগ করেন তারা।

Comments
Loading...