Connecting You with the Truth

বোরো চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন ফুলবাড়ীর কৃষকরা

ফুলবাড়ী প্রতিনিধি, কুড়িগ্রাম:
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় সেচসহ প্রয়োজনীয় উপকরণের দাম বৃদ্ধির পরও তীব্র কুয়াশা ও শীত উপেক্ষা করে বোরো আবাদে ব্যস্ত সময় কাটাচ্ছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কৃষকরা।
আমনের ফসল ঘরে তোলার সাথে সাথে শুরু করে দিয়েছেন বোরো ধানের বীজতলা তৈরির কাজ। আমনে আশানুরূপ ফলন পাওয়ায় এবার বোরো চাষে প্রচুর আগ্রহ দেখা গেছে ফুলবাড়ীর কৃষকদের মাঝে। তবে সেচের দাম ও শ্রমিকের দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন কৃষকরা। এক যুগ আগেও এই এলাকায় জমি চাষ করা হতো লাঙ্গল দিয়ে। বর্তমানে প্রায় আশি ভাগ জমি চাষ করা হচ্ছে ট্রাক্টর দিয়ে। এ এলাকায় বিঘা প্রতি ৮ শ’ টাকা করে পারিশ্রমিক নিচ্ছেন শ্রমিকরা। রশি টেনে ও রশি ছাড়া দুই পদ্ধতিতে চারা রোপণের কাজ করছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৯ লক্ষ ৫ হাজার হেক্টর চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উপজেলার সদর ইনিয়নের চন্দ্রখানা গ্রামের কৃষক মজিবর রহমান জানান, হরতাল অবরোধের কারণে তেল ও সারের দাম একটু বেশি যা আমাদের মত কৃষকদের জন্য ক্ষতিকর।

Comments
Loading...