‘ব্রেকআপ ব্রেকডাউন’
এ নিয়ে টানা ৩২ বার! নিশো ছন্নছাড়া, বেকার। মেহজাবিন বাস্তবতা বোঝে, প্রখর বুদ্ধিমতী। পরস্পরকে ভালোবাসলেও তাদের মধ্যে বিস্তর অমিল। প্রেম তাই বিচ্ছেদে গড়ায় বারবার। তবে এবার ঘটনা অন্যবারের মতো নয়। পরিস্থিতি খুবই জটিল। এ জটিল পরিস্থিতি কিভাবে সামলে নেবে তারা, অথবা আদৌ পারবে কিনা- সেটা দেখা যাবে ‘ব্রেকআপ ব্রেকডাউন’-এ। এটি একটি নাটক। আফরান নিশো ও মেহজাবিন অভিনয় করেছেন এমন দু’টি সাংঘর্ষিক চরিত্রে। নাটকটি লিখেছেন অঞ্জন সরকার জিমি, পরিচালনায় রূপক বিন রউফ। মেহজাবিন অভিনয়ে বেশ ‘অনিয়মিত’ নীতি পালন করে চলেছেন মাস কয়েক ধরে। অল্পবিস্তর যা-ও কাজ করছেন, বেশির ভাগই নিশোর সঙ্গে। ছোটপর্দায় জুটি হিসেবে নিশো-মেহজাবিন নতুন ধারা তৈরি করবে কিনা, সেটা সময়ই বলে দেবে। ‘ব্রেকআপ ব্রেকডাউন’ প্রচার হবে মাছরাঙা টিভিতে ২ জানুয়ারি রাত ৭টা ৫০ মিনিটে।