ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে জম্মু-কাশ্মীরে ২ জঙ্গি নিহত
অধিকৃত জম্মু-কাশ্মীর রাজ্যে শুক্রবার ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে লড়াইয়ে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈয়বার দুই সদস্য নিহত হয়েছেন। রাজ্যের সোপর শহরের রাফিয়াবাদ এলাকায় এই লড়াই হয় বলে এনডিটিভি জানিয়েছে। ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে লস্কর ই তৈয়ব গোষ্ঠীটি। শুক্রবার গোপন সূত্রে জঙ্গিদের অবস্থান জানতে পেরে রাফিয়াবাদে অভিযান চালায় সেনা এবং পুলিশ সদস্যরা। সেখানে এক বাড়িতে লস্করের সদস্যরা লুকিয়ে আছে বলে নিশ্চিত হওয়ার পর হামলা চালায় ভারতীয় বাহিনী। এরপর দু পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হয়। দু ঘণ্টাব্যাপী লড়াইয়ে নিহত হন ওই দুই জঙ্গি।