ভিয়েতনামে সিনেমা করতে যাচ্ছেন জ্যাকলিন
বিনোদন ডেস্ক:
শ্রীলংকান বংশোদ্ভূত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ বলিউড ছাড়িয়ে এবার হলিউডের সিনেমা ‘ডেফিনেশন অফ ফিয়ার’ করতে যাচ্ছেন। তবে এই সিনেমায় কাজ শুরুর আগে এই অভিনেত্রী একটু বিরতি নিয়েছেন এবং ভিয়েতনামের হো চি মিন বেড়াতে যাচ্ছেন। জ্যাকলিন বলেন, ভিয়েতনাম দারুণ এক জায়গা। আমি সেখানকার বনে তিন দিনের ক্যাম্পিং করব। জ্যাকলিনের সঙ্গী হয়েছেন তার দুই ভাই ও এক বোন। তারা সবাই পরে হা লং বেতে সমুদ্রের পানিতে ডাইভিংও করবেন। তিনি জানান, তার ভাইবোনদের জন্য এটি তার উপহার। বলিউডের এই অভিনেত্রী বলেন, এ বছর তাকে অনেক কাজ করতে হবে আর তাই তিনি বিরতিতে থাকলেও তার ফিটনেসের দিকে খেয়াল রাখবেন।