ভীত নয় অ্যাতলেতিকো
স্পোর্টস ডেস্ক:
অ্যাতলেতিকো মাদ্রিদের পর্তুগিজ মিডফিল্ডার থিয়াগো মেন্ডেস জানিয়েছেন, বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আর ব্রাজিল তারকা নেইমারকে নিয়ে তারা চিন্তিত নয়। তিনি আরও মনে করেন, যদিও এ দুই তারকা বিশ্বসেরা ফুটবলার তারপরও অ্যাতলেতিকো বার্সাকে ছাড় দেবে না। কোপা দেল রে’র ম্যাচে স্প্যানিস আরেক জায়ান্ট থিয়াগোর স্বদেশী ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদকে দুই লিগ মিলিয়ে ৪-২ গোলে হারায় অ্যাতলেতিকো। কোয়ার্টার ফাইনালে তারা প্রথম লিগে বার্সার বিপক্ষে মাঠে নেমে ১-০ গোলের পরাজয় মেনে নেয়। তবে, দ্বিতীয় লিগে বার্সাকে কোনো ছাড় দিতে নারাজ অ্যাতলেতিকো। স্প্যানিস লা লিগায় মেসি, নেইমার আর সুয়ারেজের গোলে কাতালানরা অ্যাতলেতিকোকে বছরের শুরুতে ৩-১ গোলে হারিয়েছে। আর নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লিগে অ্যাতলেতিকোকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে বার্সা। তাই ফিরতি লিগে জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে চায় লুইস এনরিকের শিষ্যরা। তবে, অ্যাতলেতিকোর হয়ে ৭৫ ম্যাচ খেলা মিডফিল্ডার থিয়াগো বলছেন অন্য কথা। তিনি জানান, আমরা বার্সার বিপক্ষে কোপা দেল রে’র ম্যাচে হারলেও লা লিগায় রায়ো ভালকানোর বিপক্ষে দারুণ জয় নিয়ে ঘুরে দাঁড়িয়েছি। বার্সা এ মুহূর্তে তাদের সেরা ছন্দে রয়েছে। কিন্তু সেটি নিয়ে আমরা ভীত নই। পরের লিগের ম্যাচটি হবে ভিন্ন। আমরাও অপেক্ষা করছি কিছু বিশ্বসেরা ফুটবলারদের বিপক্ষে খেলার জন্য। বার্সার প্রাণভোমরা খ্যাত মেসি আর নেইমার প্রসঙ্গে পর্তুগালের জার্সি গায়ে ৬২ ম্যাচ খেলা থিয়াগো বলেন, তারা দু’জনই অসাধারণ ফুটবলার আর এ মুহূর্তে তারা সেরা ফর্মে রয়েছেন। আমরা দলগত ভাবে তাদের প্রতিহত করতে চাই। তবে, আমরা মেসি আর নেইমারকে ভয় করছি না। এদিকে অ্যাতলেতিকোর আরেক তারকা অ্যান্তোনিও গ্রিজম্যান বলেছেন, গত ম্যাচে আমরা বার্সার ঘরের মাঠে খেলেছি। তবে, এবার আমাদের মাঠে মেসিরা আতিথ্য নেবে। তাই বলতে চাই এ ম্যাচে কোন রকম সুযোগ পাবে না বার্সেলোনা। প্রথম লিগে মেসির পেনাল্টি গোলে ১-০ তে জয় পেয়েছে বার্সা। অ্যাতলেতিকোর মাঠ ভিসেন্তে কালদেরনে ড্র করলেও বার্সা উঠে যাবে ফাইনালে। বুধবার দুই দল দ্বিতীয় লিগের ম্যাচে মাঠে নামবে।