Connecting You with the Truth

ভুঙ্গামারীতে ভোক্তার অভিযানে ৫২ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রাম সংবাদদাতা:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালিনা করে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৫২হাজার টাকা জরিমানা করে। গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
উনত্রিশ চালকে আটাশ চাল হিসেবে প্যাকেটজাত করে ভোক্তা সাধারণের সাথে প্রতারণা করার অপরাধে আন্ধারীঝাড়ের আরআর মিনি অটো চাউল কলের মালিক মো. মুকুল হোসেনকে ৩০হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জ্ঞাতসারে উনত্রিশ চাল আটাশ হিসেবে বেশি দামে বিক্রি করার অপরাধে ভুরুঙ্গাগামারী বাজারের বারেক চাউল ঘরের মালিক আঃ বারেককে ১০ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভুরুঙ্গামারী বাজারের ফাতেমা ট্রেডার্স এর মালিক মো. আনারুল ইসলামকে ২হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অন্যদিকে মাপে কম দেওয়ার অপরাধে দেওয়ানের খামারে অবস্থিত সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তীকে ১০হাজার টাকা জরিমানা আদায় করে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবু বকর সিদ্দিক ও ভুরুঙ্গামারী থানা পুলিশ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

Comments
Loading...