ভূরুঙ্গামারীতে ভারতীয় প্রেমিক যুগল সহ ৩ জন শ্রীঘরে
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম ) প্রতিনিধি: প্রেমের টানে প্রিয়জনের হাত ধরে দেশান্তরিত হয়েও সুখের নীড় বাধা হলো না ভারতীয় কপোত-কপোতির। বেরসিক পুলিশ তাদের আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
ভারতীয় নাগরিক অভিজিৎ বর্মন (২১) ও মৌমিতা বর্মন (মামন) (১৮) গ্রাম-মেজবিল, ডাকঘর-যোগেন্দ্রনগর, থানা ও জেলা আলীপুরদুয়ার একে অপরকে ভালোবেসে সনাতন ধর্ম মতে মন্দিরে গিয়ে বিয়ে করে। উভয়ের পরিবার এ বিয়ে মেনে না নিলে তারা বাংলাদেশে পালিয়ে এসে তাদের ভালোবাসাকে চিরস্থায়ী রূপদানের সিদ্ধান্ত গ্রহন করে। গত ২১শে ফেব্র“য়ারী ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীর পাথরডুবিতে প্রবেশ করে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয় । খবর পেয়ে এসআই জামিউলের নেতৃত্বে একদল পুলিশ বিকেল ৩ টার দিকে ভূরুঙ্গামারীর পাগলাহাট বাজারস্থ ব্রিজের নিকট থেকে প্রেমিক যুগল ও তাদের বোন জামাই কাজল মদককে (৩৫) আটক করে। পুলিশ জানায় ঐ তিন ব্যক্তি অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্র্রবেশ করেছে। তাদের নিকট বাংলাদেশে প্রবেশ করার পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত কাগজ পত্র পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে (কন্ট্রোল অফ এন্ট্রি এ্যাক্ট) মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা নম্বর ১২,তারিখ-২১/০২/২০১৬।