Connecting You with the Truth

ভূরুঙ্গামারীর ভাসানী নগরে ভক্ত-আশেকানদের মিলনমেলা

VASHANIআব্দুল গনি, নাগেশ্বরী প্রতিনিধি  :  কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় উপমহাদেশের খ্যাতিমান রাজনৈতিক ও আধ্যাতিক গুরু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিবিজরিত ভাসানী নগরে ভাসানী স্মরনে শুরু হযেছে ৩ দিন ব্যাপী ভক্ত-আশেকান মিলনমেলা । স্মৃতিময় ভাসানী নিবাসে রোববার থেকে শুরু হওয়া এই মিলনমেলা চলবে মঙ্গলবার পর্যন্ত । স্থানীয়রা ছাড়াও ইতিমধ্যেই অনুষ্ঠানস্থলে যোগ দিয়েছেন নদী পথে নৌকাযোগে টাঙ্গাইলসহ বিভিন্ন স্থান থেকে আসা প্রায় তিন শতাধিক ভাসানী ভক্ত । ভক্ত-অনুসারীদের এই মিলনমেলায় আগত শিষ্যদের সাথে নিয়ে শনিবার বিকেলে অনুষ্ঠান প্রস্তুতির নানা বিষয়ে স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন ভাসানী পিতৃব্য ও ন্যাপ ( ভাসানী ) মহাসচিব হাসরত খান ভাসানী । উপস্থিত ছিলেন ভাসানী কন্যা আনোয়ারা ভাসানী , সাংবাদিক মোঃ যুবরাজ খান , শামসুজ্জোহা সুজন , রবিউল আলম লিটন , আসাদুজ্জামান খোকন , ডাঃ আব্দুল লতিফ , রমজানুর রহমান বাবুল , এস.এম.গোলাম মোস্তফা , ভাসানী পিতৃব্য মনিরুজ্জামান খান ভাসানী , এহসানুর সরওয়ার সুমন প্রমূখ । ন্যাপ ( ভাসানী ) মহাসচিব হাসরত খান ভাসানী জানান , দেশ ও জাতির সামগ্রিক উন্নয়ন এবং কল্যানের জন্য ভাসানীর আদর্শ অনুসরন করা উচিৎ । টাঙ্গাইলের সন্তোষ ছাড়াও উপমহাদেশ ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ভাসানী ভক্তের মাঝে পারস্পরিক যোগাযোগ আর আন্তরিকতা বজায় রাখার মহৎ উদ্দেশ্য নিয়ে প্রতিবছর এখানে নিযমিতভাবে এই মিলনমেলার আয়োজন করা হচ্ছে ।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Comments
Loading...