মধ্যপ্রাচ্যে মোতায়েন হচ্ছে ১০০ মার্কিন সেনা
আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যে খুব শিগগিরি প্রায় ১০০ মার্কিন সেনা মোতায়েন করা হবে বলে পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে। মার্কিন সেনাবাহিনীর প্রায় ১০০ সদস্যের চৌকস এই সেনাদল মধ্যপ্রাচ্যে প্রশিক্ষণ শিবির প্রতিষ্ঠা করার লক্ষ্যে সেখানে যাবে। এছাড়া, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং সেখানে আরো সেনা মোতায়েনের ব্যাপারে প্রস্তুতি নিতে এসব সেনা পাঠানো হচ্ছে বলে পেন্টাগণের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবি শুক্রবার জানিয়েছেন। গত সপ্তাহে অনুমোদন পাওয়ার পর এই বিশেষ মার্কিন বাহিনী আগামী কয়েক দিনের মধ্যে সিরিয়ার প্রতিবেশী দেশগুলোতে পৌঁছাবে বলে তিনি জানিয়েছেন। আইএসআইএলের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার সরকার বিরোধী বাহিনীগুলোকে প্রশিক্ষণ দিতে এসব সেনা কাজ করবে বলে তিনি দাবি করেন।