Connecting You with the Truth

মাননীয় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যবর্তন দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত

চট্রগ্রাম মহানগর যুবলীগের সহ সভাপতি নুরুল আলম মিয়ার নির্দেশে ৯নং ওয়ার্ড যুবলীগের সংগঠক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর আয়োজনে আজ শুক্রবার বিকালে মাননীয় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যবর্তন দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তারা বলেন,প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের এই দিনে স্বদেশে ফিরে আসেন তিনি। ওই দিন সারা দেশ থেকে আসা লাখো মানুষ তাঁকে স্বাগত জানান, ভালোবাসায় সিক্ত হন বঙ্গবন্ধুকন্যা।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের বেশির ভাগ সদস্যকে হত্যা করা হয়। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বিদেশে অবস্থান করার সময়ই ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা দলের সভাপতি নির্বাচিত হন। এরপরই তিনি ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আসেন।এতে আরো উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাদ্দাম,ছাত্রলীগ নেতা আকাশ,আরজু,জাহেদ সহ আরো অনেকে।

Comments
Loading...