Connecting You with the Truth

মালেয়শিয়ায় দুই ইন্দোনেশীয় বিমান বিধ্বস্ত

0আন্তর্জাতিক ডেস্ক:

মালয়েশিয়ার আকাশে প্রশিক্ষণ মহড়া  চলাকালে দুটি ইন্দোনিশিয়ার বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিমান দুটি ভূপাতিত হলেও এতে কেউ হতাহত হয়নি।  দুই বিমানের চার পাইলটই সংঘর্ষের সময় বিমান থেকে বেরিয়ে অক্ষত অবস্থায় ভূমিতে নেমে আসতে পেরেছেন। রোববার মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক মেরিটাইম অ্যান্ড অ্যারোস্পেস প্রদর্শনী চলাকালে এ  সংঘর্ষের ঘটনা ঘটে। মালেয়শিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয়ের এক বিবৃতিতে বলা হয়, রবিবার উত্তর লাংকাওয়িতে আন্তর্জাতিক মেরিটাইম অ্যান্ড অ্যারোস্পেস প্রদর্শনীতে ইন্দোনেশিয়ার দুটি বিমান মহড়ায় অংশ নেয়। এসময় বিমান দুটিতে সংঘর্ষ হয়।

Comments
Loading...