Connecting You with the Truth

মিঠাপুকুরের শঠিবাড়িতে হেযবুত তওহীদের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

মিঠাপুকুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুর উপজেলায় জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী জনসচেতনতা মূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার শঠিবাড়ী বাজারে হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাবুর সঞ্চালনায় ও মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে হাজারো জনতার উপস্থিতিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান।
আলোচনা সভায় দেশের সংকটকালে শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলকে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান এ বক্তব্য রাখেন রংপুর জেলা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস শামীম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক দেশেরপত্র ও জেটিভি নিউজ এর রংপুর বিভাগীয় প্রধান আমিরুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহিদ বদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম, মিঠাপুকুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার রাসেল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শুরুতে হাজারো জনতার উপস্থিতিতে হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম এর একটি ভিডিও বক্তব্য জনসচেতনতার লক্ষ্যে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
Comments
Loading...