Connecting You with the Truth

মুন্সীগঞ্জ সিরাজদিখানে আ.লীগ মনোনিত প্রার্থী বাছাই সম্পন্ন

Chairman 10 copyরোমান হাওলাদার, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ ১ম ধাপে ২২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। নৌকা প্রতীকে নির্বাচনের জন্য উপজেলা আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি মহিউদ্দিন আহমেদ জানান, যারা মনোনিত হয়েছেন, রশুনীয়া ইউপি মো. ইকবাল হোসেন, ইছাপুরা ইউপি আব্দুল মতিন হাওলাদার, বাসাইল ইউপি মো. সাইফুল ইসলাম, লতব্দি ইউপি এস এম সোহরাব হোসেন, বালুচর ইউপি আবু বক্কর সিদ্দিক, বয়রাগাদী ইউপি আলাউদ্দিন গাজি, মালখানগর ইউপি সানজিদা আক্তার জোৎস্না, মধ্যপাড়া ইউপি আব্দুল করিম, জৈনসার ইউপি রফিকুল ইসলাম দুদু ও কোলা ইউপি মীর লিয়াকত আলী।
উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ জানান, বিএনপি’র মনোনিত প্রার্থী বাছাই এখনো চুরান্ত হয় নাই তবে বাসাইল ইউপি কবীর হোসেন ও মালখানগর ইউপি আজিজুল হক খান কে মনোনিত করা হয়েছে। বাকিটা প্রকিয়াধীন ২ দিনের মধ্যে শেষ হবে।
সিরাজদিখান উপজেলা নির্বাচন অফিসার কাবেরী রায় স্বাক্ষারিত এক গণ-বিজ্ঞপ্তিতে জানাযায়, রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারী। মনোনয়নপত্র বাছাই ২৩ ও ২৪ ফেব্রুয়ারী। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ০২ মার্চ এবং ভোট গ্রহণের তারিখ ২২ মার্চ।

Comments
Loading...