Connecting You with the Truth

মেহেরপুরে জেলা প্রশাসকের কাছে চাবি জমা দিয়ে চালকদের অনশন

1441532158

 মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর-কাথলী ও মেহেরপুর-মহাজনপুর সড়কে ইজিবাইক চলাচলের দাবিতে চালকদের তিন দিনের ধর্মঘটের পর
রবিবার দুপুর ১টা থেকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে অনশন শুরু করেছে মেহেরপুর ইজিবাইক মালিক ও শ্রমিক সমিতির সদস্য ও তাদের পরিবার পরিজনরা।
 রবিবার বেলা ১২টার দিকে শহীদ সামসুজ্জামান পার্কের ভেতর  তারা সব ইজিবাইক রেখে পরিবারের সদস্য নিয়ে মিছিল করে জেলা প্রসাশকের কার্যালয়ে যান। জেলা প্রসাশকের কাছে সব ইজিবাইকের চাবি জমা দিয়ে ফিরে আসেন প্রেস ক্লাবের সামনে। সংক্ষিপ্ত সমাবেশের পর অনশন শুরু করেন।
 সভায় সভাপতিত্ব করেন ইজিবাইক চালক ও মালিক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সভাপতি সাজ্জাদুল আনাম।
 সাজ্জাদুল আনাম বলেন , আমাদের দাবি না মেনে নেয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব। শুধুমাত্র মেহেরপুর-কাথলী, মেহেরপুর- মহাজনপুর সড়ক ও মুজিবনগর সড়কে রিজার্ভ ভাড়া নিয়ে যাওয়ার দাবি জানিয়ে আসছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে বারবার বাধা দেয়া হচ্ছে। তাদের দাবি মানা না হলে সোমবার ইজিবাইক চালকদের পরিবারের সদস্যদের নিয়ে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করা হবে বলে সমিতির নেতৃবৃন্দ জানান।
বাংলাদেশেরপত্র/এডি/আর
Comments
Loading...