Connecting You with the Truth

ম্যাডোনার সংগ্রহশালা নিলামে!

b-3
বিনোদন ডেস্ক:
শিরোনামটি পরে ধারণা জন্মাতেই পারে তবে কি পথে বসতে চলেছেন একসময়ের পপসম্রাজ্ঞী ম্যাডোনা? তবে ধারণাটি ফেলে দেয়ার মতও নয়। কেননা এমন একটি সিদ্ধান্তের পেছনে ম্যাডোনার যুক্তিটি খুবই অযৌক্তিক! পপসম্রাজ্ঞী ম্যাডোনার ব্যবহৃত জিনিসপত্র ও অর্জিত পুরস্কার নিয়ে বিশাল এক সংগ্রহশালা নিলামে উঠতে যাচ্ছে। এতে ম্যাডোনার পোশাক থেকে শুরু করে অলঙ্কার, ব্যবহার্য জিনিসপত্র, হাতের লেখা গানের নোট, দিনের সূচি লিখে রাখা ডায়েরি, গানের অ্যালবাম- সবকিছুই থাকবে। পাশাপাশি ‘ম্যাটেরিয়াল গার্ল’ ভিডিওতে মেরিলিন মনরোর অনুকরণে ম্যাডোনার গায়ের পোশাকটিও থাকছে। তাছাড়া এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড, আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড, বিলবোর্ড অ্যাওয়ার্ডও নিলামে বিক্রি করা হবে। আশা করা হচ্ছে, এ নিলাম থেকে ১০০ কোটি মার্কিন ডলার আয় হবে। ম্যাডোনার মুখোপাত্র লিজ রোজেনবার্গ জানান, আগামী ৭ ও ৮ নভেম্বর বেভারলি হিলসের জুলিয়েন নিলাম ঘরে জিনিসপত্রগুলো বিক্রি হবে। এ প্রসঙ্গে ম্যাডোনা বলেন, ‘জিনসপত্রগুলো পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এ থেকে যদি কিছু আয় করা যায়, তাতে ক্ষতি কী! পাশাপাশি এ জিনিসপত্রগুলো পেয়ে আমার একনিষ্ঠ ভক্তরাও দারুণ খুশি হবেন।’ তবে নিলাম অনুষ্ঠানে ম্যাডোনা উপস্থিত থাকবেন না বলে জানা গেছে।

Comments
Loading...