Connecting You with the Truth

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ হিসেবে পুরস্কৃত হলেন ওসি কামরুল

kamrulময়মনসিংহ প্রতিনিধি: সন্ত্রাস জঙ্গিবাদ ও টার্গেট কিলিং প্রতিরোধ, মানুষের জান-মালের সার্বিক নিরাপত্ত্বা জোরদার, সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার সহ আইনশৃঙ্খলার উন্নয়নে অপরাধ নির্মূলে রাত দিন সাড়াশি অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে বিভাগীয় জেলার অন্যান্য জেলাগুলোর তুলনায় ময়মনসিংহকে প্রাণকেন্দ্র নব-গঠিত ময়মনসিংহ সিটি ও কোতুয়ালী এলাকাকে অপরাধ মুক্ত এলাকায় হিসাবে পরিণত করার অবদান হিসেবে ময়মনসিংহ কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ সুদক্ষ পুলিশ পরিদর্শক ওসি কামরুল ইসলামকে বিভাগের শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত করেছেন ময়মনসিংহ বিভাগের নবনিযুক্ত বিভাগীয় পুলিশ অফিসার ডি.আই.জি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আজ বৃহস্পতিবার তিনি ওসি কামরুলের হাতে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে পুরস্কার তুলে দেন।
এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তাদের মাঝে কোতোয়ালী মডেল থানার শ্রেষ্ঠ এস.আই. হিসেবে খন্দকার শাকের আহাম্মেদ, নান্দাইল মডেল থানা থেকে শ্রেষ্ঠ এ.এস.আই হিসেবে খাইরুল ইসলাম, শ্রেষ্ঠ ডি.বি অফিসার হিসেবে শেরপুর ডিবির এস.আই ফজলে এলাহী, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নেত্রকোনা থানার এস.আই হাবিবুর রহমান, শ্রেষ্ঠ চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে জামালপুরের ডিবির এস.আই সাদরুল হাসান খান, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে শেরপুর সদর ট্রাফিক এর সার্জেন্ট মো: রুবেল মিয়া, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার হিসেবে নেত্রকোনা বারহাট্টা থানার এস.আই কাজী মো: শহীদুল ইসলাম, শ্রেষ্ঠ ডি.এস.বি অফিসার হিসেবে নেত্রকোনা ডিএসবি এর এ.এস.আই নূরুল ইসলাম, শ্রেষ্ঠ কনস্টেবল হিসেবে নেত্রকোনা আইসিটি শাখার কং/৮১৫ মো: আবুল হোসেন, শ্রেষ্ঠ দফাদার (১ম) হিসেবে নেত্রকোনা ৯নং চলি­শা ইউনিয়ন শাখার দফাদার মো: সিরাজুল ইসলাম, শ্রেষ্ঠ দফাদার (২য়) হিসেবে ময়মনসিংহের ৮নং আকুয়া ইউনিয়ন শাখার দফাদার রামগোপাল , শ্রেষ্ঠ দফাদার (৩য়) হিসেবে জামালপুরের ৭নং চরবানীপাকুরিয়া ইউনিয়ন শাখার দফাদার মো: ফজলুল হককে পুরস্কৃত করেন ময়মনসিংহের সফল ডি.আই.জি, অপরাধীদের আতঙ্ক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ সময় অতিরিক্ত ডি.আই.জি ড. আক্কাস উদ্দিন ভূইয়া সহ প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Comments
Loading...