যশোরের শার্শায় নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন
মোঃ মিলন কবির, শার্শা, যশোর
যশোর – ১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, প্রত্যেক মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ তার সন্তান। আর সন্তান যদি সুশিক্ষায় শিক্ষত না হয় তাহলে সন্তানের পিতামাতার মত হতভাগা এ পৃথিবীতে আর কেউ নেই। তিনি আরো বলেন, ভারতীয় চ্যানেল ষ্টার জলসা বাচ্চাদের লেখাপড়া সহ সংসারে অশান্তির কারণ। এজন্য পিতামাতাদের পরামর্শ দেন এ চ্যানেলটিকে বন্ধ করার জন্য। রবিবার দুপুর ১টায় শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সারমটা গ্রামের নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইনের শুভ উদ্বোধন করেন।
এসময় এমপি শেখ আফিল উদ্দিন আরো বলেন, বিএনপির আমল থেকে পাঁচ গুন বিদ্যুৎ উৎপাদান বেড়েছে জননেত্রী শেখ হাসিনার আমলে। আগামি দিনের ঠিক এই সময়ের মধ্যে ঘরে ঘরে শত ভাগ বিদ্যুৎ পৌঁছায়ে দিতে পারবেন বলে তিনি জানান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মেহেদী হাসান, নাভারন ডিগ্রী কলেজের অধ্যাক্ষ ইব্রাহিম খলিল,মহিলা ভাইসচেয়ারম্যান আলেয়া আফরোজ, সিরাজুল হক মঞ্জু(মুক্তিযোদ্ধা কমান্ডারর) উপজেলা আওয়ামী-লীগের সাধরণ সম্পদক আলহাজ্ব নুরুজ্জামান, চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল, আসাদুজ্জামান আসাদ নাভারন মহিলা কলেজ,মিজানুর রহমান নাভারন মহিলা কলেজ , আকবার আলী মেম্বার, ইদ্রিস আলী, লালটু গাজী,মন্টু হোসেন,বাগআঁচড়া কলেজ ছাত্রলীগের সভপতি আক্তার হোসেন, বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির এস.আই বায়েজিদ হোসেন, আবুল কালাম বিশ্বাস,আজম হোসেন, লিয়াকত আলী প্রমুখ।
বাংলাদেশের পত্র. কম/এডিএমএম