Connecting You with the Truth

যৌন নির্যাতনের দায়ে পুলিশি জেরার মুখে বিবিসি সঞ্চালক

sexual harassment complaint BDPঅনলাইন ডেস্ক: সহকর্মী এক যুবকের উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠল BBC চ্যানেলের এক সঞ্চালকের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশি জেরার মুখে পড়তে হয়েছে ওই সঞ্চালককে।
জানা গেছে, BBC চ্যানেলে একটি জনপ্রিয় পারিবারিক অনুষ্ঠানের সঞ্চালনা করতেন তিনি। তবে চ্যানেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বর্তমানে তাঁকে চ্যানেলের পক্ষ থেকে সব ধরনের অনুষ্ঠানের সঞ্চালনা থেকে বিরত করা হয়েছে।
যদিও BBC চ্যানেলের পক্ষ থেকে ওই সঞ্চালকের পরিচয় সামনে আনা হয়নি। এমনকী, চ্যানেলের তরফে বিষয়টি নিয়ে অতিরিক্ত কোনও তথ্য দেওয়া হয়নি।

Comments
Loading...