রংপুর গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
গঙ্গাচড়া প্রতিনিধি : গঙ্গাচড়া উপজেলা সদরের চেংমারী মান্দ্রাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র নিশাত (৭) স্কুল সংলগ্ন রাস্তায় অটোরিক্সার ধাক্কায় নিহত হয়। নিহত নিশাত পশ্চিম মান্দ্রাইন গ্রামের বাবলূ ও নুরজাহানের একমাত্র পুত্র।
প্রত্যক্ষদর্শী জানায়, শনিবার সকাল ১০টার দিকে স্কুল যাওয়ার সময় চেংমারীর হাটে একটি দ্রুতগামী অটোরিক্সা নিশাতকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।