রংপুরে এসিড মামলায় একজনের ফাঁসি, দু’জনের যাবজ্জীবন
রংপুর প্রতিনিধি: রংপুরে মাসুদা আক্তার মনি নামে এক তরুণীকে এসিডে ঝলসে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় একজনকে মৃত্যুদণ্ডাদেশ ও দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাসিত এ রায় দেন। দণ্ডিতরা হলেন- আরিফুল ইসলাম (২২), আলাল মিয়া ও দুলাল হোসেন। এদের মধ্যে মৃত্যুদণ্ড আরিফুলকে মৃত্যুদণ্ড এবং তার ওই দুই সহযোগী যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল মারেক জানান, দণ্ডিত তিনজনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ওই স্কুলছাত্রীকে দেওয়ার আদেশ দিয়েছেন বিচারক।
আদালতের রায়ে বলা হয়, ২০১২ সালের ১৩ অগাস্ট রাতে নগরীর দক্ষিণ বাবুখাঁ এলাকায় মৃত মকবুল হোসেনের মেয়ে, স্থানীয় সমাজকল্যাণ বিদ্যাবিথী স্কুল ও কলেজের নবম শ্রেণির ছাত্রী মাসুদা আক্তার মনিকে আসামিরা এসিড ছুড়ে মারে। এতে তার দুই চোখ অন্ধ হয়ে যায়।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই রায়ে দু’জন বেকসুর খালাস দেওয়া হয়েছে।