Connecting You with the Truth

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আমিরুল ইসলাম,রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপারসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনায় আরও প্রায় ৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকার শাহ আমানত ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে রংপুর থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী বসুন্ধরা পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় বাসের প্রায় সাতজন আহত হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বাসযাত্রী নগরীর হাজিরহাট এলাকার হারুন-অর-রশীদ (৩৫) এবং বাসের হেলপার লাল মিয়াকে (৩০) মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে আমিরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Comments
Loading...