রংপুরে নিমার্ণাধীন ঘরের দেয়াল ধসে শিশু নিহত
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা: রংপুরের মিঠাপুকুরে নিমার্ণাধীন একটি বাড়ির দেয়াল ধসে হিমেল (৭) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে জুথি মনি (৬) নামে আরো এক শিশু। বুধবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জায়গীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ তোজাম্মল হোসেন জানান, তার বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র হিমেলের গ্রামের বাড়ি নিশ্চিন্তপুরে। বিকালে বাড়ির কাছে একটি নির্মাণাধীন ঘরের পাশে খেলা করছিল সে। হঠাৎ ওই ঘরের দেয়াল ধসে পড়ে তার শরীরের উপরে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
নিহত হিমেল স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে। তার বাবা মা ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। সে নানার বাড়িতে থাকত। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।