রংপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্তৃক ৬৪তম আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৬ পালিত হয়েছে।ডিজিটাল কাস্টমস, প্রোগ্রেসিভ ইঙ্গেজমেন্ট স্লোগানকে ধারণ করে আজ মঙ্গলবার দিবসটি পালনে সকালে হাতী, ঘোড়া নিয়ে বর্ণাঢ্য র্যালি নগরীর কামাল কাছনাস্থ অফিস থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফিরোজ শাহ আলম। বিদায়ী রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চেম্বার প্রেসিডেন্ট আবুল কাশেম, বর্তমান কমিশনার আহসানুল হক, যুগ্ম কমিশনার এ কে এম নুরুল হুদা আজাদ, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আহমেদ প্রমূখ।
এসময় কাস্টমস কর্মকর্তাসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ব্যবসায়ি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সুচনা করা হয়।