Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজধানীর ২২ মোড়ে বসছে দেশীয় প্রযুক্তির ট্রাফিক সিগন্যাল

ঢাকার ক্রমবর্ধমান যানজট সমস্যার সমাধানে দেশীয় প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করতে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন ও অধ্যাপক মো. হাদিউজ্জামানের নেতৃত্বে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা ঢাকার যানজট নিরসনের লক্ষ্যে পাঁচটি প্রক্রিয়ার একটি অংশ।

পাইলট প্রকল্প হিসেবে ২২টি মোড়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি আধুনিক ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হবে। প্রথম পর্যায়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কাওরান বাজার এবং ফার্মগেট মোড়ে এই সিগন্যাল বাতি বসানো হবে।

এই সিগন্যাল ব্যবস্থা ‘সেমি অটোমেটেড সিগন্যাল এইড’ হিসেবে কাজ করবে, যা ম্যানুয়াল ও অটোমেটেড উভয়ভাবে পরিচালনা করা যাবে। ট্রাফিক পুলিশ বাটনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং পথচারীদের জন্য থাকবে আলাদা সিগন্যাল সুবিধা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই প্রকল্পে কোনো বিদেশি যন্ত্রাংশ ব্যবহার না করায় এর রক্ষণাবেক্ষণ সহজ হবে এবং সময়সাপেক্ষ আমদানির ঝামেলা কমে আসবে।

Leave A Reply

Your email address will not be published.