রাজবাড়ীতে নারীর মৃতদেহ উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের বড় নুরপুর মাঠ এলাকা থেকে অজ্ঞাত পরিচয় (৩০) এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে খানখানাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা মৃতদেহটি উদ্ধার করে। নয় নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইলিয়াস মোল্লা মিঠু জানান, দুপুরে বড় নুরপুর মাঠের কাছে মৃতদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরো জানান, ওই নারীর দেহে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন ছিল। তার পরনে ছিল নীল রংয়ের শাড়ি। খানখানাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।