রাণীশংকৈলে নক-আউট পর্যায়ের ক্রিকেট উদ্বোধন

আনোয়ার হোসেন, রাণীশংকৈল: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ মাঠে শনিবর নেকমরদ বঙ্গবন্ধু (এলসিডি) টিভি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬’র নক-আউট পর্যায়ের খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। একই সাথে ছাত্রলীগের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উক্ত কলেজ শাখার ছাত্রলীগ। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি নেকমরদ বঙ্গবন্ধু কলেজ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এ,আর,এম মোস্তাফিজুর রহমান (রিয়াল)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম (সুজন)। গেষ্ট অব অনার ছিলেন মোঃ আলমগীর সরকার রাণীশংকৈল পৌর মেয়র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ মোঃ শাহজাহান আলী, নেকমরদ আ’লীগ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংবাদিক আনোয়ার হোসেন আকাশ, বণিক সমিতি সভাপতি আঃ সালাম, মোঃ ফারুক হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক মোঃ সইদুল হক। নেকমরদ ক্রিকেট এ্যাসোসিয়েশনের আয়োজনে স্বাধীনতা ৭১ বনাম চন্দন চহট থ্রি স্টার ক্লাব অংশ গ্রহণ করে।