Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রূপসায় বাস মিনিবাস মালিক সমিতির নেতা সহ তার স্ত্রীর উপর হামলার অভিযোগে মামলা

রূপসায় সাবেক ইউপি চেয়ারম্যান কর্তৃক বাস- মিনিবাস মালিক সমিতির নেতা সহ তার স্ত্রীর উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। হামলার প্রতিবাদে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ মার্চ দুপুর সাড়ে ১২ টার দিকে রূপসা বাস-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সা: সম্পাদক মো: ফরিদ শেখ পূর্ব রূপসা এলাকার ১ নং পেট্রোল পাম্পের সামনে মধুর সেলুনে শেভ করার জন্য যায়। এ সময় কয়েকজন যুবক মধুকে চেয়ারম্যানের বাড়ীতে যাওয়ার জন্য অনুরোধ করে। মধু চেয়ারম্যানের বাড়ীতে না যাওয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল নিজে মধুর সেলুনের সামনে এসে মধুকে মারধর করেন। মালিক সমিতির নেতা মো: ফরিদ শেখ এ ঘটনার প্রতিবাদ করায় মোস্তাফা কামাল সহ তার লোকেরা এ সময় ফরিদ শেখকে বেধড়ক মারপিট করে। এ ঘটনার পর বিষয়টি নিয়ে ফরিদ এবং তার স্ত্রী, যুবমহিলা লীগের সাধারন সম্পাদক শারমিন সুলতানা রুনা পূর্ব রূপসা ব্যাংকের মোড়ের আসলে পুনরায় মোস্তফা কামালের লোকেরা তাদের উপর হামলা চালায় এবং রুনার শ্লীলতাহানি ঘটায়।

এই অভিযোগে মালিক সমিতির নেতা ফরিদ শেখের বোন আওয়ামীলীগ নেত্রী রিনা পারভীন বাদী হয়ে রূপসা থানায় গত ২৩ মার্চ রাতে মামলা দায়ের করেন। যার নং: ১২, ধারা: ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩০৭/৩৫৪/৩৭৯ দ:বি:। মামলায় সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল সহ এজাহার ভুক্ত ১৬ জন এবং অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামী করা হয়েছে। অপরদিকে বাস মালিক সমিতির নেতা সহ উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে ইউনিয়ন আওয়ামীলীগ জনতা ব্যাংক চত্ত্বরে এক বিক্ষোভ সমাবেশ গত ২৩ মার্চ সকালে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামীগের উপ কমিটির সহ সম্পাদক শেখ মো: আবু হানিফ। বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার লিপি, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, জেলা যুব মহিলা লীগের আহবায়ক সেলিনা আক্তার পিয়া, যুগ্ম আহবায়ক এ্যাড. জেসমিন পারভীন জলি, জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার, শ্রমিকলীগ নেতা আ: সাত্তার, হারুনার রশিদ, হারুনুল ইসলাম, কুতুব উদ্দিন, আ: কাইয়ুম কোরাইশী, রিনা পারভীন, যুবলীগ নেতা আবু আহাদ মো: হাফিজ বাবু, যু্ব ম‌হিলালী‌গের সভাপ‌তি অাক‌লিমা খাতুন তু‌লি ,অাওয়ামীলীগ নেতা আ: গফফার শেখ, বাবর আলী, আ: সালাম ওলিয়ার রহমান, মোজাফফার, সিদ্দিকুর রহমান, হারুনুর রশিদ, মামুন, রাজা, জব্বার ও রাসেল।


উল্লেখ্য আওয়ামীলীগ নেতাদের উপর হামলার ঘটনায় আজ ২৪ মার্চ বিকাল ৩ টায় পূর্ব রূপসা এলাকায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও বিকেল ৫টায় অপর পক্ষের বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এঘটনাকে কেন্দ্র করে এলাকায় টান-টান উত্তেজনা বিরাজ করছে।

Leave A Reply

Your email address will not be published.