Connecting You with the Truth

রোলবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়

s-3
স্পোর্টস ডেস্ক:
শেখ রাসেল সাউথ এশিয়ান রোলবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম খেলায় জয়লাভ করেছে স্বাগতিক বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। শুক্রবার সকালে মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষদের খেলায় বাংলাদেশ ৬-২ গোলে ভুটানকে হারায়। বাংলাদেশ দলের মনির তিনটি, জুয়েল দুটি ও আসিফ একটি গোল করেন। তবে মহিলা বিভাগের খেলায় বাংলাদেশের মেয়েরা ভারতের কাছে ১২-০ গোলে হেরেছে। এদিকে ভারতের পুরুষ দল শ্রীলঙ্কাকে ১২-১ গোলে এবং পাকিস্তান ৯-১ গোলে ভুটানকে হারায়। শনিবার টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

Comments
Loading...