লক্ষ্মীপুরের রায়পুরে দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন
রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ‘কাজী তহুরুন্নেসা দাতব্য চিকিৎসালয়ের’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর পৌরসভার পশ্চিম কেরোয়া এলাকার কাজী বাড়ির সামনে এ চিকিৎসালয়ের উদ্বোধন করা হয়।
কাজী নুরুল ইসলাম তহুরুন্নেসা ট্রাস্টের চেয়ারম্যান কাজী তহুরুন্নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য সচিব কে এম নাজমুল আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র ইসমাইল খোকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, সাবেক চেয়ারম্যান ফজলুল করিম, মেজর ইমরান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী গাজী মাহমুদ কামাল, কুয়েত শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, ট্রাস্টের পরিচালক কাজী মঞ্জুরুল আলম, আওয়ামী লীগ নেতা কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ প্রমূখ।
প্রসঙ্গত, কাজী তহুরেরন্নেসার সারা জীবনের সঞ্চিত ৪০ লাখ টাকা দিয়ে বাড়ির সামনে ১২ শতাংশ জমির ওপর দাতব্য চিকিৎসালয়টি স্থাপন করেন। এরআগে কাজী নুরুল ইসলাম তহুরুন্নেসা ট্রাস্টের পরিচালক ও মারাফি কুয়েতিয়া গ্রুপের এমডি কাজী শহিদ ইসলাম পাপুল স্থানীয় সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়। এসময় তিনি লক্ষ্মীপুরবাসীর কল্যানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।