Connecting You with the Truth

লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা শিক্ষার্থীদের

student-vat-up-32330

নিজস্ব প্রতিনিধি: টিউশন ফি’র ওপর আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহার না করলে রোববার থেকে নিজ নিজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও ধর্মঘট পালন করার সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার সকালে রামপুরায় আফতাবনগরের একটি হোটেলে শিক্ষার্থীদের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীদের প্রতিনিধি সালাহউদ্দীন মিঠু।

এ সময় তিনি বলেন, শিক্ষার উপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করতে হবে। হামলাকারী পুলিশদের বিচারের আওতায় আনতে হবে। আগামী রোববারের মধ্যে থেকে ভ্যাট প্রত্যাহারের ঘোষণা না আসলে প্রত্যেক ক্যাম্পাসের সামনে লাগাতার আন্দোলন চলবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...