Connecting You with the Truth

শার্শায় আজ থেকে শুরু হলো ১০ টাকা কেজি মূল্যে চাল বিতরণ!

যশোর প্রতিনিধি, ফজলুর রহমান:

কথায় বলে শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ ।
শার্শা উপজেলার ১১ টি ইউনিয়নে ০৬ এপ্রিল থেকে ডিলারদের মাধ্যমে ১০ টাকা কেজি মূল্যে চাল বিতরণ শুরু হল প্রতি কার্ডে ৩০কেজি করে চাল। শার্শার ০৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়নে ৩ টি ডিলারের মাধ্যমে চাল বিতারণ করা হয়। ১ নম্বর ডিলার টি বাগআঁচড়া বাজার কলেজ রোড
মোঃ ইনামুল হোসেন ১,২, ও ৪ নাম্বার ওয়ার্ডের চাল বিতরণ করেন।
২ নাম্বার ডিলার মোঃ নজরুল ইসলাম জীবলিতলা, পুলিশ তদন্ত কেন্দ্র তিনি ৩,৫,ও ৬ নম্বর ওয়ার্ডের চাল বিতরণ করেন।
৩ নাম্বার ডিলার জামতলা বাজার
প্রো: মতিয়ার রহমান সাবেক ইউপি সদস্য ৭ নম্বর ওয়ার্ড তিনি বলেন আমরা বাগআঁচড়া ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ৫৭০ টি কার্ডে চাল দিচ্ছ তবে আমার ইউনিয়নে ২ হাজারের অধিক কার্ডে চাল দেওয়া হচ্ছে খাদ্য অধিদপ্তরের অন্তর্ভুক্ত খাদ্যশস্য বিতরনের সুলভ মূল্যের কার্ড যাদের আছে
তাদেরকেই এই ১০ টাকা কেজি মূল্য চাল প্রদান করা হচ্ছে ।
তবে করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব নিরাপদ বজায় রেখে । তিনি আরো বলেন
জননেত্রী শেখ হাসিনা সরকার
২ বছর ধরে ১০ টাকা কেজি মূল্যে চাল দিয়ে আসছেন আমাদের মতো ডিলারদের মাধ্যমে।

১১ নং নিজামপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি মোঃ আলাউদ্দিন খান পিতা বীর মুক্তিযোদ্ধা হাইমদ্দিন খান তিনি বলেন নিজামপুর ইউনিয়নে ২টি ডিলার পয়েন্ট আছে প্রথম ডিলার পয়েন্ট বাসাবাড়ি প্রো: মুরাদ হোসেন তিনি ২,৩,৪ ও ৫ ওয়ার্ডের মানুষের মাঝে আগামীকাল চাল বিতরণ করবেন এবং ২ নাম্বার ডিলার পয়েন্ট নিজামপুর বাজার মামুন সিকদার তিনি ১,৬,৭,৮,৯ ওয়ার্ডের কার্ডধারী ব্যক্তিদের মাঝে চাল বিতরণ করবেন তিনি
আরো বলেন পর্যায়ক্রমে শার্শা উপজেলার প্রতিটা ইউনিয়নে ১০ টাকা কেজি মূল্যে চাল বিতরণ করা হবে।

Comments
Loading...