Connecting You with the Truth

শাহজালালে ১২ কেজি সোনা উদ্ধার

p-216_51784হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।  বৃহস্প্রতিবার মধ্যরাতে এই সোনার বার গুলো উদ্ধার করা হয় বলে ব্রিফিংয়ে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মঈনুল খান। প্রতিটি স্বর্ণের বারের ওজন এক কেজি করে, এর বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা বলে জানান তিনি। হংকং থেকে আসা ক্যাথি প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে কাঠের বাক্সের ভিতর ফ্যানের পাখার সাথে সোনার বারগুলো বাঁধানো ছিল।

এই ঘটনায় জড়িতদের ধরতে তদন্ত চলছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা মহাপরিচালক।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক বলেন, ‘ফ্যানের ভিতরে করে সোনার বারগুলো আনা হয়েছিল। শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা চৌকসভাবে এগুলো উদ্ধারে সমর্থ হয়।

Comments
Loading...