শিক্ষার মান উন্নয়নে নোয়াখালীর আহম্মদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিবাবক সভা
নোয়াখালী প্রতিনিধি: ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ার মান উন্নয়নে নোয়াখালীর সোনাপুর আহম্মদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিবাবকদের সাথে শিক্ষক এবং কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক মো. হারুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মো.জহিরুল ইসলাম। অনুষ্ঠানে জে.এস.সি এবং এস.এস সির শিক্ষার্থীদের পড়া লেখার মান উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল জলিল, আব্দুর রফ, মো.শামিম ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক লিটন দাস, সুজিৎ কুমার চন্দ্র দাস, বেলাল হোসেন, নাহিদা সুলতানাসহ সকল শিক্ষক-শিক্ষিকা, জে.এস.সি এবং এস.এস সি পরীক্ষার্থীদের অবিভাবকবৃন্দ।