Connecting You with the Truth

শেষ হল শাহরুখের ক্রোয়েশিয়ায় শ্যুটিং

b-2বিনোদন ডেস্ক:
বলিউডের দুর্দান্ত অভিনেতা শাহরুখ খান তার নতুন সিনেমা ‘ফ্যান’ এর শ্যুটিং নিয়ে ক্রোয়েশিয়ায় বেশ ব্যস্ত সময় পার করলেন। তবে দেখতে দেখতে ক্রোয়েশিয়ায় দৃশ্যধারণের কাজ শেষ হয়ে আসলো শাহরুখের। যশ রাজ ফিল্মস এর ‘ফ্যান’ নিয়ে দারুণ উচ্ছ্বসিত শাহরুখ ক্রোয়েশিয়ার ‘ডুব্রোভনিক’ জায়গায় শ্যুটিং শেষ হবার কথা টুইটারে তার ভক্তদের জানিয়ে দেন। বলিউডের কিং খান শ্যুটিংয়ের শেষ রাতটাও বেশ আনন্দের সঙ্গে ‘ফ্যান’ সিনেমার সদস্যদের সঙ্গে কাটান। এমনকি শাহরুখ সবার সঙ্গে তার ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার বহুল আলোচিত গান ‘লুঙ্গি ডান্স’ এর সঙ্গেও নাচেন। শাহরুখ খুব শীঘ্রই রোহিত শেঠির ‘দিলওয়ালে’ সিনেমার কাজে হাত দেবেন। এই সিনেমায় আরও অভিনয় করবেন বলিউডের আরেক খ্যাতিমান অভিনেত্রী কাজল।

Comments
Loading...