Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শোলাকিয়া ঈদগাহের পাশে বোমা বিস্ফোরণ: নিহত ২ আহত ১১

sholakiyaকিশোরগঞ্জ প্রতিনিধি: শোলাকিয়া ঈদগাহের এক কিলোমিটারের মধ্যে হাত বোমা বিস্ফোরণে পুলিশ কনস্টেবল জহুরুল সহ এক হামলাকারী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১১ জন। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের পশ্চিম পাশে আজিম উদ্দিন খেলার মাঠে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে ঘটনাস্থলে এ্যাম্বুলেন্স নিয়ে পুলিশ সদস্যরা এসেছেন বলে জানা যায়। এ সময় সন্ত্রাসী-আইনশৃঙ্খলাবহিনীর সদস্যের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে বর্তমানে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলছে। গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, শোলাকিয়া মাঠেও সন্ত্রাসীরা বোমা নিয়ে অবস্থান করছে।
সর্বশেষ খবরে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ঘঠনাস্থলে এসেছে। অপরাধীদের ধরতে পুলিশের অভিযান চলছে।

Leave A Reply

Your email address will not be published.