Connecting You with the Truth

শ্রীপুরে মাইটিভি’র ৮ম বর্ষে পদার্পন অনুষ্ঠান পালিত

মাহমুদুল হাসান, শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে মাইটিভির ৮ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে শ্রীপুরে আনন্দ র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে মাই টিভির ৮ম বর্ষের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

১৬ই এপ্রিল রবিবার শ্রীপুর উপজেলা পরিষদের হলরুমে শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ নুরুন্নবী আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও শ্রীপুর পৌর আওয়ামলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম মন্ডল (বুলবুল), সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাকিরুল হাসান (জিকু), জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আঞ্জুমান আরা বেগম শিউলী, সাংবাদিক মোঃ বশির আহম্মেদ কাজল, সাংবাদিক আবদুল মতিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাইটিভি’র শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক।

এসময় আরও উপস্থিত ছিলেন- দৈনিক বাস্তব চিত্রের সম্পাদক হাবিবুর রহমান মানিক, মোহাম্মদ আদনান মামুন, আবদুল লতিফ, মোঃ আকতার হোসেন, আবু বক্কর সিদ্দিক, মোতাহার হোসেন, ফয়সাল আহম্মেদ, মোস্তাকিম খান, নাহিদ আহমেদ, মোঃ বায়জিত আকন্দ, মোঃ শিহাব খান, এনামুল হক আকন্দ, তাজুল ইসলাম সানি, রাতুল মন্ডল, আরিফ হোসেন, মেজবাহ উদ্দিন, আনোয়ার হোসেন, মাহমুদুল হাসান, রাজিয়া সুলতানা স্বপ্না, মোঃ সুমনসহ শ্রীপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ।

আলোচনা শেষে অতিথিরা মাইটিভির ৮ম বর্ষে পর্দাপনে কেক কাটা মধ্যে দিয়ে শেষ হয়। বিডিপত্র/আমিরুল

Comments
Loading...